প্রকাশিত: Sun, Mar 10, 2024 12:11 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:03 PM

[১]পাকিস্তানে ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আসিফ আলী জারদারি

ইমরুল শাহেদ: [২] দ্বিতীয়বারের মতো তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০০৮-২০১৩ মেয়াদে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসিফ আলী জারদারি ছিলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোটের প্রার্থী। শীর্ষ এই পদটির জন্য তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থিত মাহমুদ খান আচাকজাই।সূত্র: ডন

[৩] সংরক্ষিত আসন বন্টন নিয়ে জটিলতার মধ্যেই শনিবার অনুষ্ঠিত হলো এই প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোর সদস্যদের ভোটাভুটিতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। 

[৪] জিও নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে পেয়েছেন সর্বমোট ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এসআইসি প্রার্থী আচাকজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট। উল্লেখ করার বিষয় হলো, ৩৯৮ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে ৩৮১ জন ভোটে অংশগ্রহণ করলেও ১৭ জন ভোট দান থেকে বিরত থাকেন। 

[৫] পরাজিত প্রার্থী মাহমুদ খান আচাকজাই বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন কার্যত সুষ্ঠু হয়েছে। ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই নির্বাচনের সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল, এবারই প্রথমবার কোনো ভোট কেনাবেচা হয়নি।

[৬] আচাকজাই বলেন, পাকিস্তানে এমন কিছু লোক রয়েছে, যারা মনে করে, এ দেশে সব কিছু বেচাকেনা যায়। যাদের কেনা যায় এবং যাদের যায় না, তাদের মধ্যে ব্যবধান বাড়ছে। এসময় তাকে সমর্থন করায় পিটিআই নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সম্পাদনা: ইকবাল খান